ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

তালায় পাটের গুদামে আগুন লেগে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, মার্চ ২৯, ২০১৯
তালায় পাটের গুদামে আগুন লেগে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি পাটের গুদামে আগুন, অগ্নিদগ্ধ হয়েছে গোয়ালের গরু। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় একটি পাটের গুদামে আগুন লেগে ২০০ মণ পাট ও পাঁচটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির দাবি ক্ষতিগ্রস্তদের। 

শুক্রবার (২৯ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে এ তথ্য জানান তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।

এর আগে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেরছি গ্রামের মৃত রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়লের বাড়িতে পাটের গুদামে বৃহস্পতিবার দিনগত রাতে আগুন লাগে। এতে গুদামে রক্ষিত ২০০ মণ পাট পুড়ে যায়। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পার্শ্ববর্তী একটি গোয়াল ঘরে থাকা পাঁচটি গরুও অগ্নিদগ্ধ হয়।  

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি মেহেদী রাসেল।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ