ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে টেঁটার আঘাতে আহত ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ভৈরবে টেঁটার আঘাতে আহত ভ্যানচালকের মৃত্যু মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রতিপক্ষের টেঁটার আঘাতে আহত দুলাল মিয়া (৪৮) নামের এক ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি-নাথপাড়া এলাকায় প্রতিপক্ষের ছোঁড়া টেঁটাবিদ্ধ হয়ে তার চোখ গুরুতর জখম হয়।

নিহত দুলাল মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি-নাথপাড়ার বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কথাকাটির জের ধরে শনিবার (২১ ডিসেম্বর) সকালে একই এলাকার আঙ্গুর মিয়া ও মিলন মিয়ার লোকজন দুলাল মিয়ার বসত বাড়ি নাথপাড়ায় আক্রমণ করে। এসময় প্রতিপক্ষের ছোঁড়া টেঁটায় দুলাল মিয়া গুরুতর আহত হন। এছাড়াও এ ঘটনায় দুলালের ভাই আওয়াল মিয়াও আহত হয়। পরে দুলালকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর বিকেলের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার বাংলানিউজকে জানান, এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের নজর রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘন্টা, ডিসেম্বর ২২,২০১৯
এসএমএকে/ এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।