ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত আর্মি স্টেডিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত আর্মি স্টেডিয়াম

ঢাকা: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে শেষ বিদায় জানাতে প্রস্তুত রাজধানীর আর্মি স্টেডিয়াম। স্টেডিয়ামের প্রবেশ পথে তল্লাশি চালিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে শ্রদ্ধা জানাতে আসা লোকজনকে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আর্মি স্টেডিয়ামে আনা হবে ফজলে হাসান আবেদের মরদেহ।

এদিন সকাল ৯টা থেকেই আর্মি স্টেডিয়ামে আসতে শুরু করেন সাধারণ মানুষ, বিশিষ্টজন ও তার দীর্ঘদিনের সহকর্মীরা।

ইতিমধ্যে আর্মি স্টেডিয়ামে জনতার ঢল নেমেছে।

আরও পড়ুন>> ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই

আর্মি স্টেডিয়ামে মরহুমকে শ্রদ্ধা জানাতে ব্রাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ আর্মি স্টেডিয়ামেই রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে স্টেডিয়ামেই মরহুমের জানাজা সম্পন্ন হবে।  জানাজা শেষে দুপুর ১টায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর।  তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।