ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে অসহায় শীতার্তদের মধ্যে শুভসংঘের কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ঝিনাইদহে অসহায় শীতার্তদের মধ্যে শুভসংঘের কম্বল ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।  

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সংগঠন শুভসংঘের আয়োজনে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ কম্বল বিতরণ শুরু করা হয়।

 

প্রথমে জেলা সদরে ৫০০,কালীগঞ্জে ২০০, কোটচাঁদপুরে ৩০০ ও মহেশপুর উপজেলায় ৫০০ সহ মঙ্গলবার দিনব্যাপী চারটি উপজেলায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়।  

কম্বল বিতরণী অনুষ্ঠানে ঝিনাইদহ সিটি কলেজের সাবেক প্রিন্সিপাল তোবারেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পুলিশ সুপার () মো. মুনতাসিরুল ইসলাম।  

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল মাবুদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি শেখ রুহুল আমিন, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের ঝিনাইদহ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এম রবিউল ইসলাম রবি।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ শুভসংঘের ঝিনাইদহ জেলা সভাপতি শুভ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সদস্য জেবিন, ইয়ামিন আরাফাত রাফি,শারিদ, মাহাদি জীবন ও শেখ হৃদয় আহম্মেদ পিকুল প্রমুখ।  

অনুষ্ঠান শেষে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ঝিনাইদহের চারটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক, শারীরিক প্রতিবন্ধীসহ দেড় হাজার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে আরও দু‘টি উপজেলায় কম্বল বিতরণ করা হবে বলে জানানো হয়। তবে এই তীব্র শীতে কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের জন্য খুশিতে দোয়া করেন শীতার্তরা।

প্রধান অতিথি এসপি মো. মুনতাসিরুল ইসলাম বলেন, এবারে শীতের প্রকোপ একটু বেশি। বসুন্ধরা গ্রুপের অর্থায়নের গরীব ও দুস্থদের মধ্যে কম্বল দেওয়া হচ্ছে। আমি পুলিশের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাচ্ছি। এমন ভালো কাজের সঙ্গে আমরা সব সময় পাশে আছি।  

প্রধান বক্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, বসুন্ধরার মতো দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।