ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
জগন্নাথপুরে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২ ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষের ছবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

রোববার (২ জানুয়ারি) সকালে উপজেলার রানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।  

তিনি জানান, রানীগঞ্জ এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে, আমাদের টিম সেখানে যাচ্ছে বিস্তারিত পরে বলা যাবে।

নিহত দুইজন হলেন- রানীগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী (৪৫) ও অন্যজন অটোরিকশাচালক আউশাকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের শুভ আহমদ (২৫)।  

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকায় রানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।