ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেরপুরে বন্যহাতি হত্যার অভিযোগে দুই ব্যক্তি কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
শেরপুরে বন্যহাতি হত্যার অভিযোগে দুই ব্যক্তি কারাগারে 

শেরপুর: শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্যহাতি হত্যায় দায়ের করা প্রথম মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছেন শেরপুরের বন আদালত।

রোববার (২ জানুয়ারি) দুপুরে বন আদালতে দুই আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- আমেজ উদ্দিন ও মো. শাহজালাল। মামলার পলাতক চার আসামির মধ্যে সমেজ উদ্দিন ও মো. আশরফুল এখনও পলাতক  রয়েছেন।  

রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে বিদ্যুতের লাইনের সঙ্গে সংযুক্ত জিআই তারে জড়িয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১১ নভেম্বর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে মামলা করেন।
 
গারো পাহাড়ে হাতি হত্যায় এটিই প্রথম মামলা। মামলার পরিপ্রেক্ষিতে আমেজ উদ্দিন ও মো. শাহজালাল রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের জেলহাজতে পাঠান। পরিবেশবাদী সংগঠন সবুজায়ন শেরপুর ও সবুজ আন্দোলনের শেরপুর জেলার আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন বলেন, দুজনকে জেলে পাঠানোয় আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।