নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করার অভিযোগে দুটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে ও একটি বাড়ির মালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সি আই খোলা এলাকার রনি সিটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোস্তফা ও ছাবিকুর নাহার নামে দুই ব্যাক্তির বাড়ির বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় এবং সালমা নামে এক বাড়ির মালিককে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ইয়াহ ইয়া খান বলেন, এরা রাজউকের অনুমতি দেওয়া নকশার বাইরে কাজ করেছেন যা অপরাধ। তাই তাদের বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। সেই সঙ্গে নগদ অর্থদণ্ড দিয়েছি।
তিনি আরও বলেন, যদি তারা আবার এটি পুনরায় করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমআরপি/জেডএ