ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তমব্রু সীমান্তে আহত সদস্যকে দেখে গেলেন র‍্যাব ডিজি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
তমব্রু সীমান্তে আহত সদস্যকে দেখে গেলেন র‍্যাব ডিজি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে দেখে গেলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। ১৪ নভেম্বর বান্দরবানের তমব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকারী-সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত হন সোহেল।

বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় অস্ত্রোপচারের পরে চিকিৎসাধীন থাকা সোহেলকে দেখে গেলেন র‍্যাব ডিজি।

হাসপাতালে র‌্যাব মহাপরিচালক তিনি আহত সোহেলের চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে আহত র‍্যাব সদস্যের খোঁজখবর নেন ও তার সাথে কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, আমাদের আহত র‍্যাব সদস্য ভালো আছে। চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন।

বাংলাদেশ সময় ১৭০৮ ঘন্টা, নভেম্বর, ২০২২।
এজেডএস /এসআইএ

আরও পড়ুন: মাদক কারবারিদের হামলায় আহত র‌্যাব সদস্যের অস্ত্রোপচার সম্পন্ন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।