ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু 

বরিশাল: বরিশালের উজিরপুরে ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
ওই ব্যক্তির মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত ১০ নভেম্বর অজ্ঞাতপরিচয় মানসিক প্রতিবন্ধী অসুস্থ এক বৃদ্ধকে শুয়ে থাকতে দেখে ভর্তি করেন। শনিবার সকালে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তির মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানতে পারি। তবে তাৎক্ষণিকভাবে মানসিক প্রতিবন্ধীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কয়েকদিন আগে মানবিক দিক বিবেচনা করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের মর্গে মরদেহে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে ঠিকানা পাওয়া না গেলে বরিশালের আঞ্জুমান কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।