ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে সেটেলমেন্ট অফিসে আগুন, দগ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
সাভারে সেটেলমেন্ট অফিসে আগুন, দগ্ধ ১

সাভার (ঢাকা): সাভারে ভূমি ডিজিটাল জরিপের সরকারি সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় এক নিরাপত্তাকর্মী দগ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।  

চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের সাব-অফিসার শরিফুল ইসলাম বলেন, রাতে আলমনগর হাউজিংয়ের ভেতর অবস্থিত উপজেলা সেটেলমেন্ট অফিসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। তিন তলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় আগুন লেগেছে। সেখানে অফিসের কাগজপত্র রাখা ছিল। সেগুলো পুড়ে গেছে। তবে রেকর্ড রুমের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। আমরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের সময় ওই অফিসের আনোয়ার হোসেন নামে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।