ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত

রংপুর: জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ দুটি ইউনিটে দুই সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রোববার সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে শেষে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান।

বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার ওপর অর্পিত ক্ষমতাবলে রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। এতে ডা. দেলোয়ার হোসেনকে রংপুর মহানগরের আহ্বায়ক ও আবুল কাশেমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া এ কে এম শাহাদাত হোসেন বকুলকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং মাজেদ আলী বাবলুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।