ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাকায় পদযাত্রার নামে বিশৃঙ্খলা হলে পরিণাম হবে ভয়াবহ: শিখর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:৪২ পিএম, জুলাই ১৭, ২০২৩
ঢাকায় পদযাত্রার নামে বিশৃঙ্খলা হলে পরিণাম হবে ভয়াবহ: শিখর

মাগুরা: রাজধানী ঢাকায় পদযাত্রার নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

সোমবার (১৭ জুলাই) মঙ্গলবার দুপুরে শহরের সেগুন বাগিচায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও তিনি সমালোচনা করেন।

শিখর বলেন, ফখরুল সাহেব আপনার তো বাংলাদেশ ভালোই লাগে না। আপনি যুদ্ধের সময়কার পাকিস্তানীদের সমর্থন করেছিলেন। আপনার যদি ভালোই না লাগে আপনি যান না পাকিস্তানে। এ সময় তিনি জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকায় পদযাত্রার নামে যদি আইনবিরোধী কাজে যুক্ত থাকেন পরিণাম হবে ভয়াবহ।

মাগুরা জেলা যুবলীগের আয়োজন তারুণ্যের জয়যাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিখর। সমাবেশের সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজরুল রহমান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। যুবলীগের কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্ক কুণ্ড, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলুসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও এ সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমজে

বাংলাদেশ সময়: ২:৪২ পিএম, জুলাই ১৭, ২০২৩
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ