ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আওয়ামী জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান

রাজশাহী: আওয়ামী জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত জামায়াতে ইসলামীর এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

রাজশাহীতে প্রায় ১৫ বছর পর আজ প্রকাশ্যে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচার দাবিতে সমাবেশের আয়োজন করে দলটি।

এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, গণতন্ত্রের ছদ্মাবরণে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাঙ্ক্ষিত বিজয়ের পর এখনো ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, এ অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অভিযান হওয়া উচিত সংস্কারের মাধ্যমে আওয়ামী সরকারের জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি বলেন, আওয়ামী লীগ লোক দেখানো নির্বাচন করে জাতির ঘাড়ের ওপর চেপে বসেছিল। গণতন্ত্রের ছদ্মাবরণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। গত ১৫ বছরে বিএনপি-জামায়াতসহ বিরোধীমতকে নিশ্চিত করতে চেয়েছিল। আলেম ওমালাদের ধরে ধরে প্রহসনের বিচারিক প্রক্রিয়ায় হত্যা করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গণতন্ত্র হত্যা করেছে। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু এখনো চূড়ান্ত বিজয় আসেনি। এখনো প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চলছে।

জুলাই-আগস্ট বিপ্লবের মতো জাতিকে ঐক্য থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুরআন সুন্নাহভিত্তিতে ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে শান্তি আসতে পারে না।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. কেরামত আলী।  

আরও বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যাক্ষ শাহাদৎ হোসাইন, নায়েবে আমির অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহায়মিন, রাজশাহী মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স ও রাজশাহী মহানগর জামায়াত ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী জসিম উদ্দিন সরকার।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।