ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

জনগণের ভোটাধিকার প্রয়োগের দোদুল্যমানতা কেটে গেছে: সালাহউদ্দিন আহমদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, আগস্ট ৫, ২০২৫
জনগণের ভোটাধিকার প্রয়োগের দোদুল্যমানতা কেটে গেছে: সালাহউদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমদ

প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সব দোদুল্যমানতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “এই ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সব দোদুল্যমানতা কেটে গেছে এবং এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। ”

তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল। সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে, নির্বাচনী আবহ সৃষ্টি হবে। ”

এছাড়া, আগামী দিনের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে একটি প্রশংসিত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বিএনপির পক্ষ থেকে জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এসবিডব্লিউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।