ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নির্বাচনের জন্য ৪-৬ মাসের বেশি লাগার কথা নয়: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, ডিসেম্বর ১৮, ২০২৪
নির্বাচনের জন্য ৪-৬ মাসের বেশি লাগার কথা নয়: সালাহউদ্দিন ছবি: জি এম মুজিবুর

ঢাকা: নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর কড়াইল বস্তি এলাকায় এক স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এ সরকারের প্রধান ও প্রথম কাজ হলো সুষ্ঠু নির্বাচন করা। আর সেজন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বের করেছি, এক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাস বেশি সময় লাগার কথা নয়।  

তিনি বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক। ভোটের জন্য সবাই অপেক্ষা করছে, তাই যত দ্রুত সম্ভব, সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক যাত্রাপথে যেন কোনো কৌশল প্রয়োগ না করা হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪ 
ইএসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।