শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে ককটেল হামলা করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ঘরিষার ইউনিয়নের চর লাউলানি গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের আলামত ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, রাত ১১টার দিকে সময় আমার বাড়ির ভেতরে ও বাইরে একদল মুখোশধারী সন্ত্রাসী প্রায় আট/১০টি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর গতকাল ঘড়িষার ইউনিয়ন বিএনপির কর্মীসভা করা হয়। কর্মীসভায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বক্তব্য দেওয়া হয়। এছাড়া কিছুদিন আগে একদল সন্ত্রাসী আমাকে মেরে চাকধ বাজারের পাশের জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এ ব্যাপারে নড়িয়া থানায় মামলা করেছি। এ ঘটনায়ও মামলার প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে প্রতিবাদ জানান।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত পেয়েছে। অভিযোগ দিলে মামলা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআই