কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) তারাবির নামাজের পর এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবদুল জলিল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার রাতে বালু ব্যবসাসহ বিভিন্ন ব্যবসায়িক আধিপত্য নিয়ে যুবদল ও বিএনপির দুই পক্ষ ঘোষণা দিয়ে পাল্টা হামলা চালায়। এ সময় অন্তত ৩০ জন আহত হন। তাদের বেশির ভাগই নলচরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপক্ষের নলচরসহ মেঘনা নদীর চরে বালু উত্তোলন করে। আধিপত্য নিয়ে দুপক্ষ কয়েকদিন আগেও মুখোমুখি হন। হামলায় একপক্ষের নেতৃত্ব দেন মো. রবি। তিনি চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। অপরপক্ষের নেতৃত্ব দেন মো. বারেক। তিনি চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সি জানান, রবি ও বারেক দুজনেই যুবদল ও বিএনপি নেতা। তারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন। তাদের সতর্ক করা হলেও তারা কথা শোনেননি। সেনাবাহিনী ও পুলিশ পাঠিয়েছি, কিন্তু তারা কাউকে মানেন না।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এসআরএস