ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পাঁচ সদস্যের সংস্কার সমন্বয় কমিটি করেছে এনসিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, মার্চ ১৯, ২০২৫
পাঁচ সদস্যের সংস্কার সমন্বয় কমিটি করেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।  

বুধবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

কমিশনের সমন্বয়ক হিসেবে রয়েছেন নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার।  

বাকি সদস্যরা বলেন এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও দক্ষিণাঞ্চলের সংগঠক আরমান হোসাইন।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫

এফএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।