ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর একটি পক্ষ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ হামলার ঘটনা ঘটে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার বাদী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের বড় ভাই স্থানীয় চরজব্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল্যাহ মিয়া গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে মানুষের জমি দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজি করে আসছেন।  তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়ান তারা। এসময় আবদুল্যাহ মিয়ার অনুসারী উপজেলা যুবদল নেতা আবুল খায়ের আকাশ মানববন্ধনে বাধা দেয়। এতে মানববন্ধনকারীরা তাকে প্রতিহত করলে আকাশ কল দিয়ে তার লোকজন জড়ো করে পুনরায় মানববন্ধনকারীদের ওপর হামলা করেন। এ সময় পাঁচজন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, কয়েকজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যৌথবাহিনীর সহায়তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।