ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর নয়াপল্টন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, আগস্ট ৬, ২০২৫
‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর নয়াপল্টন স্লোগানে মুখর নয়াপল্টন

ঢাকা: পূর্বঘোষিত বিজয় র‌্যালিকে কেন্দ্র করে নয়াপল্টনে ভিড় করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা।  

বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে দেখা যায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের।

ঢাকা মহানগরের ওয়ার্ড ও থানা ছাড়াও র‍্যালিতে অংশ নিচ্ছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক কর্মী। সবার হাতে ব্যানার ও মুখে স্লোগান মুখর হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা।

মিছিলে অংশগ্রহণকারীদের মুখে শোনা গেছে- ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট উপজেলা ও থানা পর্যায়ে এবং আজ ৬ আগস্ট মহানগর পর্যায়ে বিজয় র‌্যালি আয়োজনের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত বছরের জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন’ হয়েছিল এবং ছাত্র-জনতার বিজয়ের ইতিহাস রচিত হয়েছিল ঠিক এই সময়েই। সেই ‘বিজয়ের’ বর্ষপূর্তিকে ঘিরেই আয়োজিত হচ্ছে এ কর্মসূচি।

এসবিডব্লিউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।