ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে: সালাহউদ্দিন আহমদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, আগস্ট ৬, ২০২৫
নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে: সালাহউদ্দিন আহমদ বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন জানান, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে। এ সময় তিনি বলেন, বিদেশে বন্ধু থাকবে, প্রভু নয়। যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি না।

উল্লেখ্য, ৬ আগস্ট মহানগর পর্যায়ে বিজয় র‌্যালি আয়োজনের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত বছরের জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন’ হয়েছিল এবং ছাত্র-জনতার বিজয়ের ইতিহাস রচিত হয়েছিল ঠিক এই সময়েই। সেই ‘বিজয়ের’ বর্ষপূর্তিকে ঘিরেই আয়োজিত হচ্ছে এই কর্মসূচি।

এসবিডব্লিউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।