নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন জানান, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে। এ সময় তিনি বলেন, বিদেশে বন্ধু থাকবে, প্রভু নয়। যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি না।
উল্লেখ্য, ৬ আগস্ট মহানগর পর্যায়ে বিজয় র্যালি আয়োজনের ঘোষণা দিয়েছিল বিএনপি। গত বছরের জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন’ হয়েছিল এবং ছাত্র-জনতার বিজয়ের ইতিহাস রচিত হয়েছিল ঠিক এই সময়েই। সেই ‘বিজয়ের’ বর্ষপূর্তিকে ঘিরেই আয়োজিত হচ্ছে এই কর্মসূচি।
এসবিডব্লিউ/এমজে