ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি পৌঁছেছে শাহবাগে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, আগস্ট ৬, ২০২৫
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি পৌঁছেছে শাহবাগে

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শাহবাগে পৌঁছেছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত বিএনপির বিএনপির বিজয় র‍্যালি।  

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পর পরই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রদলের ব্যানারে শাহবাগ মোড়ে প্রথম পদার্পণ করে বিএনপির বিজয় র‍্যালি।

এর ঠিক পেছনেই অবস্থান করছেন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শাহবাগ মোড়ে বিএনপির পক্ষ থেকে ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চের কাছে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করা নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। র‍্যালিটি শাহবাগ মোড় হয়ে কাঁটাবন মোড়ের দিকে যাবে বলে জানা গেছে।

বিজয় র‍্যালির নেতৃত্বে দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ। মিছিলের অগ্রভাগে রয়েছে মহিলা দলের নেতাকর্মী।

বিজয় র‍্যালিতে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে যোগ দিচ্ছেন।

এসবিডব্লিউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ