ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইবিতে ২০ দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ইবিতে ২০ দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ২০ দলের ডাকা লাগাতার অবরোধের সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবির নেতাকর্মী ও ২০ দলের নেত‍াকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পরে ২০ দলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে।



এর আগে শিবিরের মিছিলে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করেছে ইবি থানা পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ‍১১টার দিকে এসব ঘটনা ঘটে।

এদিকে, ঘটনাস্থল থেকে অবরোধকারী সন্দেহে ৪ জনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,  বেলা ১১টার দিকে ইবির প্রধান ফটক থেকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা শিবির।

মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে যাওয়ার সময় পুলিশ শিবিরের মিছিলে তিন রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এতে শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে অবস্থানরত ইবি ছাত্রদল ও স্থানীয় ২০ দলের নেতাকর্মীরা শিবিরের সঙ্গে যোগ দিলে পুলিশের সঙ্গে আবারো তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। পরে সংঘবদ্ধ হয়ে ২০ দলের নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর শেখপাড়া বাজারে অভিযান চালিয়ে অবরোধকারী সন্দেহে ৪ জনকে আটক করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অবরোধকারীরা হঠাৎ করে মিছিল বের করার চেষ্টা করলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও ফাকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।