ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির আন্দোলন-সংগ্রাম-রাজনীতি বিদেশ নির্ভর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বিএনপির আন্দোলন-সংগ্রাম-রাজনীতি বিদেশ নির্ভর ফাইল ফটো

গোপালগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন, সংগ্রাম ও রাজনীতি বিদেশ নির্ভর হয়ে পড়েছে। তারা বিদেশের দিকে তাকিয়ে থাকে, কখন তাদের পক্ষে বিদেশিরা কথা বলবেন।


 
শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে কালনা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, প্রায় তিনশ’ কোটি টাকা ব্যয়ে কালনা সেতুসহ পাঁচটি সেতু নির্মাণ কাজ শুরু হবে। সেতগুলোর নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলসহ সারাদেশের সঙ্গে রাজধানীর সেতু বন্ধন স্থাপিত হবে। কালনা সেতু পদ্মাসেতুর একটি সংযোগ সেতু।  
 
বিজেপির সভাপতি অমিত সাহা খালেদা জিয়াকে ফোন করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, একজন রাজনীতিকের অসুস্থতার খবর যে কেউ নিতে পারেন। এতে বিএনপি উল্লসিত হয়েছে। কিন্তু এতে তাদের উল্লসিত হয়ে প্রেস কনফারেন্স করার কিছু নেই।
 
বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি যে আন্দোলন করছে, তা কোনো গণআন্দোলন নয়। এটা সহিংসতা। তাদের সহিংসতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। সারাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। তাদের নেতারা আন্দোলন ঘোষণা করে ঘরে বসে থাকেন আর রাস্তায় কিছু লোক হামলা করে গাড়ি ভাঙচুর ও  অগ্নিসংযোগ করেছে।  
 
এ সময়  সড়ক  ও  জনপথ বিভাগের অতিরিক্ত প্রদান প্রকৌশলী আবুল কাশেম ভূঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী সমিরণ রায়, নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাসসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।