খুলনা: বিএনপি চেয়ারপার্সন খালেদ জিয়া বন্দি বা গ্রেফতার নন। তাকে উস্কানি দেওয়া থেকে নিবৃত্ত রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে খুলনার শহীদ হাদিস পার্ক শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, খুলনার দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, খুলনার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
তথ্যমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচালে ব্যর্থ হয়েছেন খালেদা জিয়া। নির্বাচনের পর এক বছর ধরে ষড়যন্ত্র করছেন। তার ডাকে জনগণ সাড়া না দেওয়ায় জনগণকে বাদ দিয়েই গাড়ি পোড়ানো, মানুষ হত্যাসহ নানা বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করেও আন্দোলনে ব্যর্থ হয়েছেন। সে কারণে ব্যর্থতার রাগ ঝাড়ছেন হরতাল-অবরোধের মতো কর্মসূচির মাধ্যমে।
তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদররা যেমন মানবতা, মানুষের অধিকারের ধার ধারেনি, খালেদা জিয়াও তেমন মানবাধিকার এবং জনগণের কথা চিন্তা না করে নাশকতা ও জঙ্গিবাদের মাধ্যমে যে কোনোভাবে ক্ষমতা দখল করতে চান। কিন্তু, সরকার জনগণকে সঙ্গে নিয়ে তাদের নাশকতা মোকাবেলায় কাজ করছে।
তিনি বলেন, নাশকতা ও জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যে নেত্রী দেশে অরাজকতা সৃষ্টি করতে চান, সময় এসেছে তাকে রাজনীতি থেকে বিদায় করার।
এ সময় দেশের ভবিষ্যত কর্ণধার শিশুদের পরীক্ষা ও মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমার সময় অবরোধ প্রত্যাহার না করার সমালোচনা করেন ইনু।
তিনি বলেন, গত চার বছর বিএনপি নেত্রী আলোচনার পথ এড়িয়ে গিয়ে আন্দোলনেও ব্যর্থ হয়ে স্বাভাবিক রাজনীতির পথ গ্রহণ না করে নাশকতার পথ বেছে নিয়েছেন। নিজেরা ব্যর্থ হয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
খালেদা জিয়ার সাত দফার সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়ার সাত দফার মধ্য নতুন কিছুই নেই। সবই পুরনো, অবাস্তব প্রস্তাব। সাত দফায় সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করে তিনিও সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মহানগর জাসদের সভাপতি রফিকুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সংসদ সদস্য শিরীন আকতার ও খালিদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুন-অর-রশিদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজানসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর জেলা ও মহানগর জাসদের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫