ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

আ’লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জানুয়ারি ১০, ২০১৫
আ’লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১ ছবি: প্রতীকী

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যায়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাবিব (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হাবিব নামে সন্দেহভাজন একজনকে আটক করে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শওকত বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

** বিটিভি ভবনে ককটেল বিস্ফোরণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।