ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

রাজনীতি

হাজীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, জানুয়ারি ১০, ২০১৫
হাজীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৮

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে  ৮ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবদল কর্মী আতিক হোসেন (২৫) ও কবির মিয়াকে (২০) আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা  বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়।

এসময় দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৮ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবু হানিফ উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সংঘর্ষের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।