শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের বাধা ভেঙে অবরোধের সমর্থনে মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। তবে সমাবেশ করতে পারেনি তারা।
এ সময় পুলিশের সঙ্গে জোট নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড ও ধুনট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে।
এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। একপর্যায়ে সেখানে পুলিশের সঙ্গে জোট নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের বাধা ভেঙে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে ধুনট মোড় এলাকায় যায়।
মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, বিএনপি নেতা শাহ আলম পান্না, জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল হালিম, মানছুরুর রহমান, পৌরসভার মেয়র বিএনপি নেতা স্বাধীন কুমার কুন্ডু, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, জামায়াত নেতা আফসার উদ্দিন আহমদ, কাজী আবুল কালাম, রেজাউল করিম বাবলু, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, আবু রায়হান, কৃষকদল নেতা শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুর রহমান ময়দান, ছাত্রদল নেতা জাকারিয়া মাসুদ, ফরহাদ হোসেন, সবুজ, শিবির নেতা মাসুদ রানা, আব্দুল হালিম, শামীম আহমেদসহ জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে তারা সেখানে সমাবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে জোট নেতাকর্মীদের ব্যাপক বাকবিতণ্ডা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫