গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। এছাড়া, গোবিন্দগঞ্জ উপজেলায় মালবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
শুক্রবার রাত থেকে শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশবাড়ী উপজেলা সদরের পলাশবাড়ী ফিলিংস্টেশন মোড় থেকে মহেশপুর পর্যন্ত ২ কি.মি. সড়কে এবং একই সড়কের জুনদহ থেকে দুবলাগাড়ী ১ কি.মি. এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ছিলো। এর মধ্যেও চোরাগুপ্তা হামলা চালিয়ে চলাচলকারী যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় অবরোধকারীরা। এছাড়া, পুলিশ প্রটেকশনে চলাচলরত গাড়ি বহরেও ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করে তারা।
শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। এর মধ্যে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যেই কমপক্ষে ৩০টি গাড়ি ভাঙচুর হয়েছে।
শনিবার দুপুরে ‘ফুয়াদ-জাহিদ’ ব্যানারের ৩টি ট্রাকের চালক এনামুল, আজিজ ও চন্দন বাংলানিউজকে জানান, তারা সৈয়দপুর থেকে আলু নিয়ে সিলেট যাচ্ছিলেন। পথে মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করে তিনটি ট্রাকে ভাঙচুর চালায় অবরোধকারীরা।
এদিকে, রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় শনিবার রাত দেড়টার দিকে তুলাবোঝাই একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা।
৮/১০ জনের একদল অবরোধকারী মহাসড়কে চলাচলরত তুলা বোঝাই একটি ট্রাক গতিরোধ করে ভাঙচুর করে। পরে তারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে এলে অবরোধকারীরা পালিয়ে যায়।
ট্রাকের চালক আজম আলী বাংলানিউজকে জানান, ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ীর মহেশপুর এলাকার অবরোধকারীরা ভাঙচুর করে দু’পাশে গ্রামে সহজেই আত্মগোপন করতে পারায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫