ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

নীলফামারীতে বিএনপির মিছিলে পুলিশি বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, জানুয়ারি ১০, ২০১৫
নীলফামারীতে বিএনপির মিছিলে পুলিশি বাধা

নীলফামারী: নীলফামারীতে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হলে শহরের বাটার মোড়ে বাধা দেয় পুলিশ।



পরে মিছিলটি ফিরে দলীয় কার্যালয় সংলগ্ন প্রধান সড়কের পাশে বড় মাঠে প্রতিবাদ সমাবেশ করে।
 
পৌর বিএনপির সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা রঞ্জু, মোর্শেদ আযম, মোকতার হোসেন, নুরুজ্জামান নুরু প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির ডাকা চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
   
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।