ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে নিরুত্তাপ হরতাল চলছে, আটক ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
লালমনিরহাটে নিরুত্তাপ হরতাল চলছে, আটক ১৭ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটে জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপভাবে চলছে। তবে হরতালে মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা।



রোববার সকাল ১০টা পর্যন্ত জেলা শহরসহ অন্য উপজেলায় হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নিজ এলাকা সদর উপজেলার বড়বাড়ি ও মহেন্দ্রনগর ইউনিয়নে হরতাল সমর্থনে মিছিল করেছে নেতাকর্মীরা।

সেখানে কঠোরভাবে পালিত হচ্ছে হরতাল। সড়কে বাইসাইকেল পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে রংপুর কুড়িগ্রাম-মহাসড়ক।

এ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান না নিলেও ‍মাঝে-মধ্যে টহল দিতে দেখা গেছে।

এদিকে, শনিবার দিবাগত রাতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম  জিএস বাবুসহ নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হরতালে দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটও খুলতে দেখা গেছে।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম বাংলানিউজকে জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

বিএনপির সাংঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও দলীয় ৫ শতাধিক নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার  দাবিতে লালমনিরহাটে রোববার সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয় জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।