ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে যাত্রীবাহী বাসে আগুন, গাড়ি ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সিলেটে যাত্রীবাহী বাসে আগুন, গাড়ি ভাঙচুর ফাইল ফটো

সিলেট: সিলেটে রাতের আধারে ফের সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের দেওয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী বাস।

এছাড়া ভাঙচুর করেছে ওষুধ কোম্পানির গাড়ি।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার গোলাপগঞ্জ উপজেলার পৃথকস্থানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসে (চট্ট মেট্টো-জ-১১-০৯৪৪) আগুন দেয় দুর্বৃত্তরা।
 
এরআগে রাত ৯টার দিকে উপজেলা কমপ্লেক্সের সামনে একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যান (সিলেট-ম-১১-০২১৮) ভাঙচুর করেছে। তবে পৃথক ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মুক্তাদির ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, উভয় ঘটনায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।