ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, তিনি ভালো আছেন। তাকে বেশ দৃঢ় ও প্রত্যয়ী মনে হয়েছে।
ফাউন্ডেশন নেতাদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার বিকেলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করতে যায়। এর নেতৃত্ব দিচ্ছিলেন ফরহাদ হালিম।
দেখা করার পর বাংলানিউজকে টেলিফোনে এই নেতা জানান, খালেদা জিয়া তাদের বলেছেন, দল ও জোটের ডাকে যে অবরোধ চলছে তা অব্যাহত থাকবে। দলের নেতা-কর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার জন্যও বলেছেন তিনি।
প্রায় ১৫ মিনিট জিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দলটি খালেদা জিয়ার সঙ্গে সময় কাটায়। এসময় তারা নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
ফরহাদ হালিম জানান, খালেদা জিয়া তাকে বলেছেন, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন।
বিকেল সোয়া ৪টার দিকে প্রতিনিধি দলটি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যায়।
প্রতিনিধি দলে ডা. ফরহাদ হালিম ছাড়াও ছিলেন ডা. আবদুল করিম, ডা. শহিদুল আলম, ইঞ্জি. মাহবুব আলম, ডা. মাহবুবুল হক, ডা. আবদুল ওয়াহেদ মল্লিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫