ঢাকা: কমরেড নির্মল সেন ছিলেন সৃজনশীল মানুষ। তিনি অন্যায়, প্রতিবাদের রাজনীতি করতেন।
নির্মল সেন সাংবাদিক হিসেবে ছিলেন ঐক্যের প্রতীক। তিনি সব সাংবাদিকদের একত্রিত রেখেছিলেন। তার সময়ে সাংবাদিকদের মধ্যে এমন বিভক্ত রাজনীতি ছিল না।
শুক্রবার বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কমরেড নির্মল সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা তার স্মৃতিচারণ করতে গিয়ে এ সব মন্তব্য করেন।
কমরেড নির্মল সেন স্মরণ জাতীয় কমিটির আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সচিব ও শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, কলামিস্ট অধ্যাপক অজয় রায়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাম মোর্চার সমন্বয়ক জুনায়েদ সাকী ও সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপনসহ প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫