ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধানমন্ডি ও তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ধানমন্ডি ও তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর তেজগাঁও ও ধানমন্ডিতে যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) তেজগাওঁয়ে ঢাকা পলিটেকনিকের সামনে রাত ৭টা ৫০ মিনিটে বলাকা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্র: জ ১২-২৬৭৬) আগুন দেয় তারা।



ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোস্তফা এ খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, বলাকা পরিবহনের ওই বাসটি তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এলে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়‍ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নেভায় বলেও জানান তিনি।  

অন্যদিকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে রাত সোয়া ৮টায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ আলী ধানমন্ডিতে বাসে আগুন দেওয়ার খবর নিশ্চিত করেন।  

ওই বাসটিতে থাকা কয়েকেজন যাত্রী আহত হয়েছেন বলেও জানান তিনি

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫/ আপডেট: ২০৩৮ ঘণ্টা

** নাশকতার ধরন বলছে এরা শিবির!
** বাসে পেট্রোল বোমা, রক্ষা পেলেন অর্ধশত বাসযাত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।