ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোববার রাজশাহী-বরিশাল বিভাগে হরতাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
রোববার রাজশাহী-বরিশাল বিভাগে হরতাল ছবি: প্রতীকী

ঢাকা: রোববার থেকে রাজশাহী বিভাগে ৩৬ ও বরিশাল বিভাগে ১২ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপিসহ ২০দলীয় জোট।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উভয় বিভাগ থেকে সংশ্লিষ্টরা পৃথক এ হরতালের ঘোষণা দেন।



আমাদের রাজশাহী স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত হওয়ার প্রতিবাদে রোববার সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

সন্ধ্যায় রাজশাহী বিভাগের ৩৬ ঘণ্টার হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে ‘বন্দুকযুদ্ধ’-এ ছাত্রদল নেতা মতিউর রহমান (৩০) নিহত হ‍ন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করে  র‌্যাব।

মতিউর রহমান শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের উপসাত রহমান মন্টু আলীর ছেলে ও শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার শিবগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাত ১০টার পর শ্যামপুর নারীকল্যাণ স্কুলের কাছ থেকে ছাত্রদল নেতা মতিউর এবং হযরত (১৮) ও শ্যামল (১৮) নামে আরো দু’জনকে আটক করা হয়।

পরে তারা জিজ্ঞাসাবাদে জানায়, কানসাট এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ট্রাকে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতায় তারা জড়িত। এরপর রাত সাড়ে ৩টার দিকে মতিউরকে সঙ্গে নিয়ে কানসাট বাজার এলাকায় গেলে সেখানে অবস্থান করা মতিউরের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।

ঘটনার সময় মতিউর পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে মতিউর ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে আমাদের বরিশাল করেসপন্ডেন্ট মুশফিক শুভ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বরিশাল বিভাগে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন সিকদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
জিয়া উদ্দিন সিকদার জানান, শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় ২০দলের আহ্বায়ক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের সভাপতিত্বে জোটের নেতাদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় উপস্থিত নেতাদের সম্মতিক্রমে রোববার বরিশাল বিভাগের ছয় জেলায় (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা) সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, নিরাপত্তার স্বার্থে সভার স্থান প্রকাশ করা হয়নি।
 
২০দলের বিভাগীয় কমিটির এ সিদ্ধান্ত ইতোমধ্যে জেলা কমিটিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও রংপুর ও কুমিল্লাতেও রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০দলীয় জোট।

** রোববার থেকে রাজশাহীর ৮ জেলায় ৩৬ ঘণ্টার হরতাল

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।