ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সবাই বলে নষ্ট সময়, আমি বলি ভালো। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে রাজধানীর ছায়ানট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পেশকার কালচারাল ফোরামের উদ্যোগে ‘তাজা রাগা ও রিদম’ শীর্ষক এ উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি বঙ্গবন্ধু হত্যাকারীদের ধ্বংস হয়েছে। একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে এবং ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।
‘যারা গাড়িতে আগুন দেয় তাদেরও বিচারের আওতায় আনা হয়েছে। আরো যারা এ ধরনের কর্মকাণ্ড করছে সবাইকে আইনের আওতায় আনা হবে। তাই আমি বলবো বর্তমান সময়ই ভালো। ’—বলেন ইনু।
তিনি বলেন, গান আর সংস্কৃতি চর্চাই পারে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দূর করতে। মঞ্চ ত্যাগের আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গানের মঞ্চ থেকে ফিরে আবার অন্য মঞ্চে যাবো, লড়াই করবো জঙ্গিবাদের বিরুদ্ধে, সেই লড়াইয়ে আপনাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজাদ রহমান, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে চঞ্চল প্রকৃতির সান্ধ্যকালীন রাগে সুর তুলেন এবাদুল হক সৈকত। সঙ্গে ছিলেন তরুণ তবলা শিল্পী মীর নাকিবুল ইসলাম।
এছাড়া বাঁশির সুরে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন বিশিষ্ট বংশীবাদক মর্তুজা কবীর মুরাদ। তার সঙ্গে তবলায় ছিলেন স্বরূপ হোসেন। সবশেষে পেশকার নিয়ে মঞ্চে উপস্থিত হন ফারুকাবাদ ধাঁচের ‘পদ্মভূষণ’ পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের শিষ্য আশোক পাল। সঙ্গে ছিলেন তরুণ শিল্পী আলমগীর পারভেজ সুমন।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫