ঢাকা: বোন সেলিমা ইসলামসহ অনেকেই শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
সেলিমা ছাড়া অন্যদের মধ্যে তার সঙ্গে দেখা করেছেন মহিলা দলের নেত্রী ফেরদৌস রহমান, সাবেক ফুটবলার আমিনুল ইসলামের নেতৃত্বে নয়জনের একটি খেলোয়াড় দল এবং জিয়া ফাউন্ডেশনের নেতারা।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে রাত ১০টার মধ্যে বিভিন্ন সময়ে তারা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দেখা করেন।
এদিন রাত ৮টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ফেরদৌস রহমান খালেদার সঙ্গে দেখা করতে যান।
রাত ৭টা ৪০ মিনিটে সেলিমা ইসলাম গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। এসময় তার এক নাতনি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে সেলিমা রাত ৮টা ৫০ মিনিটে বেরিয়ে যান। তবে খালেদার সঙ্গে কী বিষয়ে কথা হয়েছে এ নিয়ে তিনি মুখ খোলেননি।
সন্ধ্যা পৌনে ৭টায় খালেদার সঙ্গে দেখা করতে যান সাবেক ফুটবলার আমিনুল ইসলামের নেতৃত্বে নয়জনের একটি খেলোয়াড় দল।
বেরিয়ে এসে আমিনুল জানান, গণতন্ত্র পুনুরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে বলে জানিয়েছেন খালেদা জিয়া।
রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস রহমান গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান। এসময় তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক রায়হান আহমেদ রনি ও তার স্ত্রী কাজী জেসিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এলে রাত বেশি হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে পুলিশ তাদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেয়নি।
এর আগে, বিকেল সোয়া ৪টায় জিয়া ফাউন্ডেশনের সভাপতি ডা. ফরহাদ আলম ডোনারের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে যান।
সাক্ষাৎ শেষে ফরহাদ জানান, খালেদা জিয়া তিনি ভালো আছেন। তাকে বেশ দৃঢ় ও প্রত্যয়ী মনে হয়েছে।
খালেদা জিয়া তাদের বলেছেন, দল ও জোটের ডাকে যে অবরোধ চলছে তা অব্যাহত থাকবে। দলের নেতা-কর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার জন্যও বলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
** গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
** খালেদার কার্যালয়ে মহিলা দলের নেত্রী
** খালেদার কার্যালয়ে বোন সেলিমা
** ফুটবলার আমিনুলের নেতৃত্বে খেলোয়াড় দল খালেদার কার্যালয়ে
** ‘খালেদা জিয়াকে বেশ দৃঢ় ও প্রত্যয়ী মনে হয়েছে’