ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে এপিসি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, জানুয়ারি ১৭, ২০১৫
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে এপিসি মোতায়েন ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে একটি আর্ম পার্সোনাল কেরিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এপিসিটি ৮৬ নম্বর রোডের দক্ষিণ দিকে নিয়ে আসা হয়।



কার্যালয়ের সামনে দায়িত্বরত গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, এপিসিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তার স্বার্থে এখানে নিয়ে আসা হয়েছে।

এর আগে বৃহস্পতিবারও এপিসিটি মোতায়েন করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।