ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে রোববার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
নোয়াখালীতে রোববার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

নোয়াখালী: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি শাহজাহানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি এবং সোনাইমুড়ীতে ছাত্রদলকর্মী মোরশেদ আলম পারভেজ হত্যার প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে নোয়াখালী জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানান তিনি।

১১ জানুয়ারি (রোববার) রাতে ঢাকার গুলশান-২ নম্বর এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি শাহজাহানকে আটক করে র‌্যাব।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুরে সন্ত্রাসীদের গুলিতে ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।