ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ধর্মঘটের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ময়মনসিংহে ধর্মঘটের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের ডাকা ছাত্র ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ বিক্ষোভ মিছিল কলেজ চত্বর ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।



ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম এ মিছিলের নেতৃত্ব দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা তামিম হাসান, সবুজ আহম্মেদ, টিপুসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চান। তাই তার নির্দেশে ছাত্রদল ও ছাত্রশিবির অযৌক্তিক ছাত্র ধর্মঘট ডেকেছে।

দেশের শিক্ষা ব্যবস্থাকে মেধাশূন্য করার এ চক্রান্ত দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে বলে মন্তব্য করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।