ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

‘খালেদা জিয়া মিথ্যা কথায় পটু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
‘খালেদা জিয়া মিথ্যা কথায় পটু’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা কথায় পটু বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বোমা হামলায় আহতদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।



শাজাহান খান বলেন, ২০০৪ সালে শেখ হাসিনার উপর বোমা হামলার ঘটনায় খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা ভ্যানেটি ব্যাগে করে বোমা নিয়ে এসেছিলেন। মিথ্যা বেশিদিন চেপে রাখা যায় না। সত্য একদিন উদঘাটিত হয়। মিথ্যাবাদী ও ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করে।

পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ এবং দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলার ঘটনা নিয়ে মির্জা আব্বাসের বক্তব্য সম্পর্কে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মতোই তার দলের নেতাকর্মীরাও মিথ্যা কথা বলেন।

পরে মন্ত্রী বোমা হামলায় আহত রোগীদের খোঁজ নেন ও চিকিৎসার সব ধরনের ব্যয়ভার বহনের জন্য স্থানীয় সংসদ সদস্যকে নির্দেশ দেন।
এসময় সাভারের স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।