ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার খাবারে বাধা নেই!

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
খালেদার খাবারে বাধা নেই! ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের খাবার নেওয়া হয়েছে। খাবার প্রবেশের সময় কোনো বাধা দেওয়া হয়নি।



এছাড়া  শুকনো খাবার এনেছেন তার ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাইদ।

প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয়ের ফটকে নাম এন্ট্রি হয় খালেদার গুলশানের বাসার স্টাফ আব্দুর রহিমের। রাতের খাবার হিসেবে রুটি আনেন তিনি।

কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, বিএনপি প্রধানের খাবারে বাধা দিচ্ছেন না তারা।

এ সময় ফটকের ভেতরের দিকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সামনে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বাংলানিউজকে জানান, দিনে তিনবার ছোট কৌটায় শুকনো খাবার আনেন রহিম।

এরপর পৌনে ৮টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন খালেদার বড় বোন সেলিমা ইসলাম ও তার পুত্রবধূ।

এর কিছুক্ষণ পরই পলিথিনের ব্যাগে শুকনো খাবার নিয়ে আসেন নাসরিন সাইদ। খাবার নিয়ে প্রবেশকালে তাকেও বাধা দেওয়া হয়নি। এ সময় তার সঙ্গে গাড়ির চালক  মো. আকরাম ছিলেন।

এছাড়া বিকেলের দিকে কুরআন পাঠ করতে আসেন কয়েকজন হাফিজ। খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর থেকেই তারা নিয়মিত আসছেন।

বুধবার এই দলের একজনকে অবশ্য ঢুকতে দেওয়া হয়নি। কারণ হিসেবে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, তিনি নতুন, আগে যাদের নাম এন্ট্রি রয়েছে, তাদের ভেতরে যাওয়ার অনুমতি রয়েছে কেবল।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।