ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

সপ্তাহের শেষ দিনের হরতাল চলছে

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সপ্তাহের শেষ দিনের হরতাল চলছে

ঢাকা: চলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ২০ দলীয় জোটের ডাকা সপ্তাহের শেষদিনের হরতাল চলছে।

এরআগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত হরতাল থাকলেও পরে তা বাড়িয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত করা হয়।



এদিকে, হরতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে বুধবার রাতে দেশের কয়েক জেলায় পেট্রোলবোমা হামলা হয়েছে। এতে আগুনে পুড়ে গেছেন কয়েকজন।

গভীর রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ফলে ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

একইভাবে দগ্ধ হয়েছেন মাগুরায় এক ট্রাক চালক ও হেলপার। এছাড়া সিলেটে রাতে গাড়িতে আগুন ও ঢাকার কয়েক জায়গায় ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে।

টানা অবরোধের সঙ্গে হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।