ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপি ক্ষমতার লোভে দিশেহারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, ফেব্রুয়ারি ২১, ২০১৫
বিএনপি ক্ষমতার লোভে দিশেহারা

ফেনী: ক্ষমতার লোভে দিশেহারা হয়ে বিএনপি পেট্রোলবোমা ছুড়ে মানুষ মারছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দাগনভূঞা উপজেলায় ভাষা শহীদ সালামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, সহিংসতা আর আলোচনা একসাথে হতে পারে না। আগে তাদের সহিংসতা বন্ধ করতে হবে। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে সহিংসতা চালাচ্ছে বিএনপি। তারা সন্ত্রাস করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়া ছিল বিএনপির ঐতিহাসিক ভুল। সে ভুলের খেসারত দেশের নিরীহ মানুষ দিতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন , ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।