ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

দুদিনের রিমান্ডে জবি ছাত্রদল নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
দুদিনের রিমান্ডে জবি ছাত্রদল নেতা

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল আশরাফ ওরফে মামুনের বিরুদ্ধে সুত্রাপুর থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্ফোরক আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি দায়ের করা হয়।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামান তার রিমান্ড মঞ্জুর করেন।

সুত্রাপুর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসলাম আলী দুই মামলায় মামুনকে ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
 
গত রোববার (২২ ফেব্রুয়ারি) কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দুটি দায়ের করা হয়। মামলা দুটির নম্বর ৬(২)১৫ ও ৮(২)১৫।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।