ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

বোমা মেরে সরকার হঠানোর নজির কোথাও নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, ফেব্রুয়ারি ২০, ২০১৫
বোমা মেরে সরকার হঠানোর নজির কোথাও নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বোমা মেরে সরকার হঠানোর নজির বিশ্বের কোথাও নেই।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ের সামনে ফোর লেনের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, ২০ দলীয় জোট জনগণকে নিয়ে আন্দোলন করতে পারেনি। তাদের আন্দোলনে জনগণের সমর্থন নেই। তারা পেট্রোলবোমা ও ককটেল মেরে আন্দোলন করছে। এটা সহিংসতা ও নাশকতা। এ আন্দোলন সন্ত্রাসী আন্দোলন।

তিনি বলেন, জনগণ সরকারের সঙ্গে আছে। বিরোধী দলের সরকার পতনের স্বপ্ন পূরণ হবে না। বিএনপির খোয়াব অধরা থেকে যাবে।

তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঢাকায় এসেছেন। ওনার সঙ্গে সীমান্ত ও তিস্তা চুক্তি বিষয়ে আলোচনা হবে। আশা করি সমস্যার সমাধান হবে। এছাড়া মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন। তখন বাংলাদেশ ও ভারতের সর্ম্পকের আরো উন্নতি হবে।

সড়কের ফোর লেনের কাজের অগ্রগতি সর্ম্পকে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের ১৯২ কিলোমিটার সড়কের ১১৬ কিলোমিটারের কাজ শেষ হয়েছে।

এ সময় তার সঙ্গে সড়ক ও জনপথের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।