ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে নাশকতা প্রতিহতের শপথ ১৪ দলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, ফেব্রুয়ারি ২১, ২০১৫
রাজশাহীতে নাশকতা প্রতিহতের শপথ ১৪ দলের

রাজশাহী: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা হরতার-অবরোধ ও নাশকতার প্রতিবাদে আয়োজিত শুক্রবারের (২০ ফেব্রুয়ারি) গণমিছিলে মানুষের ঢল নামে।

হরতাল-অবরোধ ও দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস, পেট্রোলবোমা মেড়ে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগরসহ বিভিন্ন স্থানে এ গণমিছিলের আয়োজন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।



এতে ১৪ দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। মিছিল শুরুর আগে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহতের শপথ নেন মিছিলে অংশগ্রহনকারীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী কলেজ শহীদ মিনার থেকে গণমিছিলটি বের করে রাজশাহী ১৪ দল। মিছিল শুরুর আগে নাশকতা প্রতিহতের শপথ বাক্য পাঠ কারান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে বের হওয়া মিছিল সাহেববাজার জিরোপয়েন্ট ও নিউমার্কেট হয়ে শহীদ কামারুজ্জামান চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সমাবেশে এএইচএম খায়রুজ্জামান লিটনসহ আরো বক্তব্য রাখেন, ওয়ার্ক‍ার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর জাসদ আবদুল্লাহ আল মাসুদ শিবলী।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ন্যাপ নেতা মোস্তাফিজুর রহমান খান আলম, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমাণিক দেবু, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা নওশের আলী, আসলাম সরকার প্রমুখ।

বাংলাদশ সময়: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।