ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কুমিল্লায় ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, এপ্রিল ১৮, ২০১৫
কুমিল্লায় ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা: কুমিল্লায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

কুমিল্লা মহানগর ছাত্রলীগ কর্মী সুজন বাদী হয়ে শনিবার (১৮ এপ্রিল) সকালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।



মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম, জেলা ছাত্রলীগ সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুল ও সাংগঠনিক সম্পাদক অপি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল বিকেলে নগরের কান্দিরপাড়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রায় দুই শতাধিক ককটেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় প্রায় ৩৫টি টিয়ারশেল ও ৫০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষে আহত শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পরদিন সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।