ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বগুড়ার উন্নয়নে আ’লীগের ৮ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, এপ্রিল ২৮, ২০১৫
বগুড়ার উন্নয়নে আ’লীগের ৮ দফা দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার উন্নয়নে আট দফা দাবি তুলে ধরেছে জেলা আওয়ামী লীগ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের দত্তবাড়ী তন্ময় কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন দাবিগুলো তুলে ধরেন।



দাবিগুলোর মধ্যে রয়েছে, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পৃথক ফুটবল স্টেডিয়াম নির্মাণ, ছেলে ও মেয়েদের জন্য আরও দু’টি পৃথক সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, শহরের যানজট নিরসনে রেললাইন সমস্যার সমাধান, বগুড়া থেকে জামথৈল হয়ে ঢাকা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ, বগুড়ায় শিল্প পার্ক স্থাপন ও বগুড়া প্রেসক্লাব ভবন নির্মাণ।   

মমতাজ উদ্দিন দাবি করেন, ইতোপূর্বে আওয়ামী লীগ সরকার দ্বিতীয় বাইপাসসহ বগুড়ার জন্য বেশ কিছু কাজ করেছে। নতুন আরও একটি আদালত ভবন নির্মাণের কাজ প্রায় শেষ প্রান্তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে চান। যা এখন সময়ের ব্যাপার মাত্র।

এসময় সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক টি. জামান নিকেতা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তবিবর রহমান তবি, আমান উল্লাহ আমান, শারিয়ার ওপেল, রফি নেওয়াজ খান রবিন, সুলতান মাহমুদ খান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।